সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০২ জানুয়ারি, ২০২৪

সমস্যায় জর্জরিত সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর

ছবি: প্রতিদিনের সংবাদ

মাছে ভাতে বাঙ্গালি এটি এখন রূপ কথার মতো হলেও, এটার বাস্তবতা রয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরে। তবে পিছিয়ে আছে উন্নয়ন থেকে, নদী ভাঙনের কারণে এই জনপদের বাসিন্দারা হারাচ্ছে ভিটামাটি। নানা সময় ঘূর্ণিঝড়, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের ভয়ে আতঙ্কে দিন কাটান বাসিন্দারা।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ উড়িরচরেও। উড়িরচরের বাসিন্দারা বলছেন, সরকারের এত উন্নয়নের হাওয়া বইছে কিন্তু এখানে তেমন ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন ধরে অরক্ষিত রয়েছে বেড়িবাঁধ। তবে বেড়িবাঁধ রক্ষায় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার প্রচেষ্টায় জিওব্যাগ দিয়ে বাঁধা হচ্ছে। এখানে নেই উন্নত যাতায়ত ব্যবস্থা ও ভালো কোনো হসপিটাল। চিকিৎসা সেবা থেকেও অনেক পিছিয়ে এই ইউনিয়ন।

উড়িরচরের ভোটাররা বলছেন, এই অবহেলিত উড়িরচরের মানুষের ভাগ্যবদলে যিনি কাজ করবেন আমরা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করব। এছাড়া চলমান সীমানা নির্ধারণ নিয়ে দ্বন্দের অবসান ঘটিয়ে উন্নত উড়িরচর গড়ার অনুরোধ করেছেন ভোটাররা। এই উড়িরচরে প্রায় ২৫ হাজার মানুষের বসবাস ও সাড়ে সাত হাজার ভোটার রয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,সন্দ্বীপ,উড়িরচর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close