চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রামে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রামে সরিষা, ভুট্টা, গম, পেঁয়াজ, মসুর ডাল ও চিনা বাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শুভ্রত রায়ের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল হাসান মজুমদার, সহকারী কৃষি কর্মকর্তা আবদুল হালিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ সোলাইমান মজুমদার, মো. গিয়াস উদ্দিন ও শাহ আলম মজুমদার।