সাতক্ষীরা প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২২

সাতক্ষীরায় ৯ কেজি রূপাসহ চোরাকারবারি আটক 

ছবি : প্রতিদিনের সংবাদ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ৯ কেজি ৭০০ গ্রাম রূপার গহনাসহ এক চোকারবারিকে আটক করেছে বিজিবি।

বুধবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার রাইটা সীমান্ত থেকে উক্ত রূপার গহনাসহ তাকে আটক করা হয়। জব্দকৃত রূপার গহনার মূল্য ১২ লাখ ৬১ হাজার টাকা।

আটককৃত চোরাকারবারির নাম শামীম হোসেন (২৮)। তিনি সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার মৃত মহব্বত সরদারের ছেলে।

বিজিবি জানায়, চোরাইপথে ভারত থেকে রূপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েক শ্রী প্রশান্ত কুমারের নেতৃত্বে একটি টহলদল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার রাইটা নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত চোরাকারবারীকে আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আল মাহমুদ জানান, সাতক্ষীরা সীমান্ত দিয়ে চোরাইপথে নিয়ে আসা এ রূপার গহনা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি আরও জানান, আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দ এবং জব্দকৃত রূপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,রূপা,চোরাকারবারি আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close