উখিয়া প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০২১

আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়ি এলাকা থেকে আলোচিত আলাউদ্দিন হত্যা মামলার প্রধান আসামিসহ অস্ত্রসহ তিন জনকে আটক করেছে র‌্যাব-১৫। সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ের মাটিতে পুঁতে রাখা ১০টি অস্ত্র গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন-ছামিরাঘোনা এলাকার রফিকুল ইসলাম প্রকাশ মামুন (২৮), একই ইউনিয়নের চিকনীপাড়ার মনিরুল আলমের ছেলে মোহাম্মদ রিফাত (২৩) আয়ুব আলী (৪০) তারা সম্প্রতি আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিন হত্যা মামলার আসামি।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ জানান, একটি হত্যা মামলার রহস্য উম্মোচিত হওয়ার পাশাপাশি হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে মহেশখালী থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব-১৫ কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, মহেশখালী উপজেলাকে সন্ত্রাস মাদক মুক্ত করতে র‌্যাবের ধারাবাহিক অভিযান চলবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রধান আসামি,আলাউদ্দিন হত্যা মামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close