নেত্রকোনা প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০২১

নেত্রকোনায় আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শুরু

সমাজের সর্বস্তরে শান্তি, শৃংখলা, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনা জেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে বুধবার থেকে আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ২১ দিনব্যাপী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ২য় ধাপ শুরু হয়েছে।

নেত্রকোনা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদের সভাপতিত্বে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।২য় ধাপের প্রশিক্ষণে ১০০ জন ভিডিপি সদস্য প্রশিক্ষণ নিচ্ছেন।

পিডিএসও/এসএমএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোনা,আনসার ভিডিপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close