reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জুন, ২০২১

বিয়ে না দেওয়ায় ভাই-বোনের আত্মহত্যা

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়েতে রাজি না হওয়ায় যতন চন্দ্র সিংহ (১৮) ও সুমি বালা (১৪) নামে দুই চাচাতো ভাই-বোন ইঁদুর মারার বিষ (গ্যাস টেবলেট) খেয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রাম থেকে দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

যতন চন্দ্র ওই গ্রামের দেবেন্দ্র চন্দ্র সিংহের ছেলে ও সুমি বালা একই পরিবারের যতীন চন্দ্রের মেয়ে। দুজনের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা করেছে বলে পুলিশ ও পরিবারের লোকজন প্রাথমিকভাবে ধারণা করছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুস সবুর বলেন, ছেলে ও মেয়ে দুজনই নাবালক ছিল। দুজনই একই পরিবারের চাচাতো ভাই-বোন। বাড়িতে প্রেমের সম্পর্ক জানার পর বিয়েতে রাজি না হওয়ায় বিষপান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় দুজনের পরিবার বাদী হয়ে থানায় ইউডি মামলা করেছে।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঠাকুরগাঁও,বালিয়াডাঙ্গী,চাচাতো ভাই-বোন,আত্মহত্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close