দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২১

দৌলতপুরে তিন ইটভাটাকে ১১ লক্ষ টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩টি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি ইটভাটা থেকে ১১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার বিকালে কুষ্টিয়া র‌্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামানের নেতৃত্বে ও কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসানের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তর জেলার উপ-নির্বাহী পরিচালক কমল কুমার বর্মণ সেসময় উপস্থিত ছিলেন। র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

উপজেলার স্বরুপপুর এলাকায় বজলুর রহমান কটা ও একই এলাকার আব্দুস সাত্তারের ইটভাটায় ইটভাটা নিয়ন্ত্রণ আইনের ধারা ৪ লংঘনের দায়ে ৩ লক্ষ টাকা করে জরিমানা আদায় করা হয়।

পরে উপজেলার দৌলতপুর থানা সংলগ্ন সোনাইকান্দি গ্রামে অবস্থিত জনৈক নজরুল ইসলামের ইটভাটায় একই ধারা লংঘনের দায়ে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দৌলতপুর,ইটভাটা,জরিমানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close