চট্টগ্রাম ব্যুরো

  ১৭ মার্চ, ২০১৯

গ্রিনসিটির সুফল পাবেন চট্টগ্রামবাসী : চসিক মেয়র

সাজবে নগরী, হবে সবুজায়ন। চট্টগ্রাম নগরীর সড়কগুলোর পাশের সীমানা প্রাচীর আকাশি–নীল রঙে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল শনিবার রাতে নগরের আউটার স্টেডিয়াম উন্নয়ন (পর্ব-১) উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ ঘোষণা দেন।

প্রকল্প উদ্বোধনকালে মেয়র নাছির বলেন, আউটার স্টেডিয়ামের চারপাশে ছিল ময়লার জঞ্জাল। এই এলাকা পচা আবর্জনার গন্ধে সারা ক্ষণ দূষিত হয়ে থাকত। আর এখন ময়লার ভাগাড় হয়ে উঠেছে ফুলের বাগান। বাগানে বসে নির্মল অবসর সময় কাটাবেন নগরবাসী। আমার এই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্পন্সর প্রতিষ্ঠান ফিউশন। ফিউশনের অর্থ সহযোগিতায় আউটার স্টেডিয়ামের উত্তর ও পূর্ব পাশে নান্দনিক নাগরিক পরিসর নির্মাণ করা হয়েছে।

নগরীর জামালখান, এনায়েতবাজার, চকবাজার, আলকরণ, ফিরিঙ্গিবাজার, উত্তর কাট্টলী, হালিশহর ওয়ার্ডে একে একে বাস্তবায়িত হচ্ছে সৌন্দর্যবর্ধন প্রকল্প। আমরা নগরীর রাস্তার মোড়ে থাকা ডাস্টবিন সরিয়ে ফুলের বাগান করছি। এই তিন বছরে নগরে যে সৌন্দর্যবর্ধন কাজ হয়েছে বিগত ২০ বছরেও তা হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সড়কের দুই পাশে বেসরকারি, ব্যক্তি মালিকানাধীন কিংবা সরকারি যেসব সীমানা প্রাচীর রয়েছে সেগুলোর রং হবে আকাশি-নীল। এটি হলে মানুষ যখন যানবাহন কিংবা হেঁটে সড়কের পাশ দিয়ে যাবেন তখন ভিন্ন পরিবেশ পাবেন।

মেয়র আরও বলেন, নগরীকে সত্যিকারের গ্রিনসিটিতে পরিণত করতে আমরা আরো পরিকল্পনা হাতে নিয়েছি। শিগগিরই নগরবাসী এর সুফল ভোগ করতে পারবেন। উদ্বোধনের সময় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, গিয়াসউদ্দিন, আবিদা আজাদ, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন, স্থপতি জেরিনা হোসেন, স্পন্সর প্রতিষ্ঠান ফিউশনের স্বত্বাধিকারী লায়ন এম এ হোসেন বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,চসিক মেয়র,চট্টগ্রাম সিটি করপোরেশন,মেয়র নাছির
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close