রংপুর ব্যুরো

  ২৬ জানুয়ারি, ২০১৯

রংপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে : সমাজ কল্যাণমন্ত্রী

রংপুরে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে জানিয়ে সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম.পি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি সারাবিশ্বে বাঙ্গালি জাতিকে সম্মানিত করেছেন। সেইসঙ্গে ১০ বছরে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেই ধারাও অব্যাহত থাকবে।

শনিবার দুপুরে রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের উদ্যেগে নগরীর শীতল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) রেজাউল হাসান, রংপুর রেঞ্জের ডি আই জি দেবদাস ভট্রাচার্য্য, রংপুর মেট্রপলিটন পুলিশ রেঞ্জের ডিআইজি আব্দুল আলিম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা।

এছাড়া বক্তব্য রাখেন বিজিবি রংপুরের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ, রংপুর চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ, রংপুর মেট্রপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,সমাজ কল্যাণমন্ত্রী,অর্থনৈতিক অঞ্চল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close