রংপুর ব্যুরো

  ১৭ ডিসেম্বর, ২০১৮

রংপুরে ইভিএম-এ ভোট প্রদানের মহড়া

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের ৮৩টি কেন্দ্রে ইভিএম-এ ভোট প্রদানের মহড়া সোমবার শুরু হয়েছে।

মমিনপুর ইউনিয়নে ৫টি, হরিদেবপুর ইউনিয়নে ৪টি, চন্দনপাট ইউনিয়নে ৫টি, সদ্যপুস্করনী ইউনিয়নে ৪টি, খলেয়া ইউনিয়নে ৪টি এবং সিটি কর্পোরেশনে ৯ থেকে ৩৩ নাম্বার ওয়ার্ডে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিস্ট এলাকার ভোটাররা ইভিএম-এ ভোট প্রদানের মহড়ায় অংশ নিয়েছেন।

জেলা নির্বাচন অফিস আয়োজিত এ মহড়া চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে ১৭৫ টি কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহন করা হবে। এ আসনে মোট ভোটারের সংখা ৪ লাখ ৪১ হাজার ৬৭১ জন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,ইভিএম,মহড়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close