reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০২৩

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

১৭ জানুয়ারি। এই দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, তৈরি হয়েছে ইতিহাস। সেই ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১২৫৮ : মঙ্গোলরা বাগদাদ নগরী অধিকার করে ও ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়।

১৮৪১ : বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ার নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়েছিল।

১৯৪৬ : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন।

১৯৫৩ : ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুনীর চৌধুরীর কবর নাটক রচনা শেষ হয়।

১৯৭০ : পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

১৯৮৭ : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তথা ‘সার্ক’ সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয়।

জন্ম :

১৭০৬ : মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাংকলিন।

১৮৯৫ : স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ ও সমাজসেবী বিজয়কুমার ভট্টাচার্য।

১৯০৯ : আশুতোষ ভট্টাচার্য, বিশিষ্ট বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতি গবেষক।

১৯১৩ : রাডার যন্ত্রের পুরোধা স্যার অ্যাডওয়ার্ড ফেনিশি।

১৯৩৩ : প্রিন্স সদরউদ্দিন আগা খান।

১৯৪২ : মোহাম্মদ আলী, বিশ্ববিখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা।

মৃত্যু :

১৯৩০ : গওহর জান, ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী।

১৯৭৮ : শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী তাত্ত্বিক মুজাফফর আহমদ চৌধুরী।

২০১০ : জ্যোতি বসু, ভারতের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।

২০১৪ : সুচিত্রা সেন, ভারতীয় বাঙালি অভিনেত্রী।

২০১৫ : গোবিন্দ হালদার, বাঙালি গীতিকার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close