reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ডিসেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে  

ফাইল ছবি

১৪ ডিসেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৬৫৬ : প্রথম কৃত্রিম মুক্তা তৈরি করা হয়।

১৮০৫ : ফসিল জ্বালানি হিসেবে পাথুরে কয়লার তীব্র তাপশক্তি উৎপাদনের ক্ষমতার বিষয়টি আবিষ্কৃত হয়।

১৯০১ : বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংকের কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেন।

১৯০৩ : বিমান আবিষ্কারকারী রাইট ভাতৃদ্বয় উত্তর ক্যারোলিনায় প্রথম আকাশযান উড্ডয়নের প্রচেষ্টা চালান।

১৯৭১ : মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

১৯৯৬ : বাংলাদেশে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন।

জন্ম :

১৯১২ : হেমাঙ্গ বিশ্বাস, সংগীতশিল্পী ও সুরকার।

১৯৩৪ : শ্যাম বেনেগল, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৫৪ : মাকসুদুল আলম, বাংলাদেশি জিনতত্ত্ববিদ, পেঁপে, রাবার, পাট এবং ছত্রাক জিনোম উদ্ভাবক।

মৃত্যু :

১৯৭০ : কুমুদরঞ্জন মল্লিক, বাঙালি কবি ও শিক্ষাবিদ।

১৯৭১ : মহিউদ্দীন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ, মুক্তিযোদ্ধা।

১৯৯৯ : আবদুল লতিফ, ভাষাসৈনিক।

২০১৮ : আমজাদ হোসেন, বাংলাদেশি অভিনেতা, লেখক এবং চলচ্চিত্রকার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close