প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ ডিসেম্বর, ২০২২

আজকের এই দিনে                   

ছবি : সংগৃহীত

আজ ১২ ডিসেম্বর। সময় গড়ায় নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এ সব জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ডিজিটাল বাংলাদেশ দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

০৬৩৯ : সাহাবী হযরত আমর ইবনুল আস (রা.)-এর নেতৃত্বে মিশর জয়।

১০৯৮ : প্রথম ধর্মযুদ্ধে মা’নাত আল নুমান বিশ হাজার বাসিন্দাকে হত্যা করে।

১৩৩৮ : দিল্লীতে তৈমুর লং ১ লাখ লোককে খুন করেন।

১৯০১ : মার্কনি আটলান্টিক মহাসাগরের এক কুল থেকে অপর কুলে প্রথম বেতার বার্তা প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন।

১৯১১ : বঙ্গভঙ্গ আইন রদ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।

১৯২৫ : ইরানের ১৫৩ বছরের কাজার রাজ বংশের অবসান ঘটে এবং পাহলভী বংশের ৫৩ বছরের শাসনের শুরু হয়।

১৯৯০ : দুর্নীতির অভিযোগে হুসেইন মুহম্মদ এরশাদকে সপরিবারে গ্রেপ্তার করা হয়।

১৯৯৬ : শেখ হাসিনা ও দেবগেওড়ার মধ্যে বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদী পানিবণ্টন চুক্তি সই।

১৯৯৭ : বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী কালোসের বিচার হয়।

২০১৩ : জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।

জন্ম :

১৮৮০ : আবদুল হামিদ খান ভাসানী, বাংলাদেশী রাজনীতিবিদ।

১৯১০ : বিমল ঘোষ, খ্যাতনামা বাঙালি শিশুসাহিত্যিক।

১৯৩৪ : আবদুল গাফফার চৌধুরী, সাংবাদিক।

মৃত্যু :

১৯৫৬ : খ্যাতনামা বাঙালি সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক অনুপম ঘটক।

১৯৬৫ : হেমেন্দ্রনাথ ঘোষ,ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক।

১৯৭১ : সাংবাদিক নিজামুদ্দিন আহমদ।

১৯৮৬ : রশিদ চৌধুরী, একুশে পদক প্রাপ্ত বাংলাদেশী চিত্রশিল্পী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close