reporterঅনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

৯ অক্টোবর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। দিনটি বিশ্ব ডাক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জেনে নিন এ দিনের আরো গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস

১৪৪৬ : কোরিয়ায় হানগুল বর্ণমালা চালু হয়।

১৭৭৯ : তাঁত বয়নে যন্ত্রপাতি প্রবর্তনের প্রতিক্রিয়ায় ম্যানচেস্টারে বিক্ষুব্ধ শ্রমিকরা দাঙ্গা শুরু করে।

১৮৭৪ : বিশ্বে ডাক ব্যবস্থা চালু।

১৮৯৯ : লন্ডনে প্রথম পেট্রলচালিত মোটরযান চলাচল শুরু।

১৯১১ : চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু।

১৯৪০ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি লন্ডন শহরের ওপর বোমা নিক্ষেপ করে।

১৯৭৬ : মুম্বাই-লন্ডন সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপন।

১৯৯৬ : সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

২০০৪ : আফগানিস্তানের ইতিহাসে প্রথম ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু।

২০০৬ : উত্তর কোরিয়া প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়।

জন্ম

১৮৭৭ : সমাজসেবক, সংস্কারক, সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক উৎকলমণি গোপবন্ধু দাস।

১৮৮৭ : সরোজ নলিনী দত্ত, ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক।

১৮৯৩ : কালীকিঙ্কর সেনগুপ্ত, বাঙালি চিকিৎসক, কবি।

১৯১৬ : ক্ষুদিরাম দাস, বাঙালি শিক্ষাবিদ, সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্র বিশেষজ্ঞ।

১৯২২ : শান্তিনিকেতনের চিনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুর।

১৯২৯ : সুধীন দাশগুপ্ত, খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, গীতিকার, সংগীত পরিচালক।

১৯৪৫ : আমজাদ আলি খান, ভারতীয় সরোদবাদক তথা শাস্ত্রীয় সংগীতজ্ঞ।

মৃত্যু

১৮৯৪ : রামগতি ন্যায়রত্ন, প্রথম বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস গ্রন্থের প্রণেতা।

১৯৬৭ : চে গেভারা, বিংশ শতাব্দীর খ্যাতিমান সমাজতান্ত্রিক বিপ্লবীদের অন্যতম।

১৯৭০ : দ্বিজেন্দ্র কুমার সান্যাল, সাংবাদিকতা ও ম্যানেজমেন্ট শিক্ষার সূচনাকারী।

১৯৮১ : কাজী মোতাহার হোসেন, বাংলাদেশি পরিসংখ্যানবিদ, সাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৯৮৭ : মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৯৯ : আখতার হামিদ খান, পাকিস্তানের অর্থনীতিবিদ ও পণ্ডিত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close