reporterঅনলাইন ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে

ফাইল ছবি

১৪ সেপ্টেম্বর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। একনজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু দিন। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ইতিহাস :

১৮০৪ : আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুনের ব্যবহার।

১৮১২ : রাশিয়ার রাজধানী মস্কোয় ইতিহাসের অন্যতম ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

১৮৬৭ : কার্ল মার্কসের মুখ্য রচনা ‘ডাস ক্যাপিটাল’ প্রকাশিত হয়।

১৯১৭ : রাশিয়ার আনুষ্ঠানিক নামকরণ করা হয় ‘রুশ প্রজাতন্ত্র’। কিন্তু এই নামটি স্থায়ী হয়নি।

১৯৫৯ : প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।

১৯৬০ : বাগদাদে তেল রপ্তানিকারক সংস্থা ‘ওপেক’ প্রতিষ্ঠিত হয়।

১৯৯৫ : কলকাতায় পাতাল ট্রেন চালু হয়।

জন্ম :

১৮৮৮ : বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুর।

১৯১৩ : গুয়াতেমালার বিপ্লবী ও ভূমি সংস্কার আন্দোলনের পুরোধা জাকোব আর্বেঞ্জ।

১৯২০ : নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ লরেন্স রবার্ট ক্লাইন।

মৃত্যু :

১৩২১ : ইতালীয় কবি দান্তে আলিগিয়েরি।

১৬৩৮ : ইংরেজ বংশোদ্ভূত মার্কিন মন্ত্রী ও সমাজসেবী জন হার্ভার্ড।

১৭১২ : ইতালীয় ফরাসি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও প্রকৌশলী জিওভান্নি ডোমেনিকো ক্যাসিনি।

১৮৫১ : মার্কিন সেনা ও লেখক জেমস ফেনিমরে কুপার।

১৯০১ : মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকিনলি।

১৯৭০ : জার্মান দার্শনিক রুডলফ করেনাপ।

১৯৭১ : বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

১৯৭৫ : বাংলা ভাষার একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও গল্প লেখক নরেন্দ্রনাথ মিত্র।

১৯৭৯ : আফগান সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট নূর মোহাম্মদ তারাকি।

১৯৮২ : লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল।

২০০৫ : ফরাসি লেখক ভ্লাদিমির ভল্কঅফ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close