reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মে, ২০১৭

সোনার দোকানে ধর্মঘ্ট প্রত্যাহার

আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযানের প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে দেশজুড়ে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকার তিন ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সোনার দোকান মালিকরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত হয়েছিল; তার তিন ঘণ্টার মধ্যে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি থেকে পিছু হটেন তারা।

রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে বৈঠকের পর জুয়েলার্স সমিতির সভাপতি গঙ্গা চরণ মালাকার রাত ১০টার দিকে মিডিয়াকে বলেন, দাবি পূরণের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। আমাদের সমিতির নেতাদের সঙ্গে শুল্ক গোয়েন্দাদের বৈঠক হয়েছে। আমরা আমাদের যে সমস্ত দাবিতে ধর্মঘট ডেকেছিলাম, তা মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

হয়রানি বন্ধের পাশাপাশি জুয়েলারি ব্যবসাবান্ধব আমদানি নীতিমালা প্রণয়নের দাবিও রয়েছে গহনার দোকান মালিকদের। জুয়েলার্স সমিতির নেতারা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফসিসিআইয়ের নতুন সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের সঙ্গেও বৈঠক করেন। সফিউলকে নিয়েই শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে বৈঠকে যান তারা। তিনিও দাবি পূরণে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান মালাকার।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেছেন, ফলপ্রসূ আলোচনার পর ধর্মঘট তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুয়েলার্স সমিতির নেতারা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সদস্য সংখ্যা এখন ৭০০ জনের মতো; এর বাইরে সারাদেশে হাজার দশেকের মতো গহনার দোকান রয়েছে। আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযানের মধ্যে রাজধানীর নিউ মার্কেটে আমিন জুয়েলার্সের একটি দোকানে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদের অভিযানের পর ধর্মঘটের ঘোষণা আসে।

সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের মালিকানাধীন আমিন জুয়েলার্সে ওই অভিযান নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল দাবি করে মইনুল খান বলেন, তা মিটে গেছে। সন্ধ্যায় বায়তুল মোকাররম মার্কেটে বৈঠকের পর ধর্মঘটের ঘোষণা দিয়ে সমিতির যে সংবাদ বিজ্ঞপ্তি এসেছিল, তাতে বলা হয়েছিল, সভায় উপস্থিত সকলে সর্বসম্মতিক্রমে জুয়েলারি দোকানে হয়রানিমূলক অভিযান ও আমিন জুয়েলার্সে অভিযানের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

তবে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের ঢাকা দক্ষিণের কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, নিউমার্কেটে আমিন জুয়েলার্সে আমাদের অফিসাররা গিয়ে তাদের ভ্যাটের প্রয়োজনীয় কাগজ নিয়ে আমাদের অফিসে আসতে বলেছেন। এরপর তাদের কয়েকজন কর্মকর্তা কাগজ নিয়ে আমাদের কাকরাইলের অফিসে আসে। অফিসে বসে কাগজপত্র যাচাই বাছাই করে কোনো ভুল পাইনি। এই ঘটনায় আমরা কাউকে হয়রানি করিনি বা কাউকে আটকও করিনি।

জুয়েলার্স সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে আপন জুয়েলার্সের কোনো নাম উল্লেখ করা হয়নি। তবে ধর্ষণের মামলায় ছেলে আসামি হওয়ার পর বুধবার শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ শেষে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, ব্যক্তিগতভাবে আমার দোকান বন্ধ হলে সারাদেশে সবার দোকান বন্ধ করা উচিৎ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আপন জুয়েলার্স,সোনার দোকান,বাংলাদেশ জুয়েলার্স সমিতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist