নিজস্ব প্রতিবেদক

  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

ড্রেজার নির্মাণের দরপত্রে অংশ নিতে প্রধানমন্ত্রীকে চিঠি

দেশীয় শিল্পকে উপেক্ষা করে একক উৎস থেকে ড্রেজিং মেশিনসহ এ সংক্রান্ত বিভিন্ন পণ্য ক্রয় করার উদ্যোগের অভিযোগ তুলেছে জাহাজ নির্মাতা সংস্থাগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব এক্সপোর্ট অরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ (এএওএসআইবি)। সংস্থাটি দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।

সংগঠনের সভাপতি ড. আবদুল্লাহেল বারী এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিআইডব্লিউটিএ- এর ড্রেজার ক্রয়ের পুনঃদরপত্রে অধিকতর প্রতিযোগিতা বা বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি যোগ্যতা পরিবর্ধনের আবেদন জানিয়েছেন। এএওএসআইবি সভাপতি জানান, দেশে কমপক্ষে দুটি শিপইয়ার্ড ইউরোপসহ বর্হিবিশ্বে বিভিন্ন দেশে উচ্চ আন্তর্জাতিক মানদ-ে নিরীক্ষিত কন্টেইনার জাহাজ, যুদ্ধ জাহাজ, অফশোর হাইস্পিড পেট্রোল ভেসেলের মত নৌ-যান রফতানি করেছে। শিপইয়ার্ড দুটির ছোট বড় বিভিন্ন সাইজের ড্রেজার বানানোর অভিজ্ঞতা রয়েছে। কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃক আগে আহুত দরপত্রে এবং বর্তমানে আহুত পুনঃদরপত্রে সংযোজিত যোগ্যতার শর্তের কারণেই দেশের সর্ববৃহৎ অভিজ্ঞ শিপইয়ার্ড দুটি অংশগ্রহণ করতে পারছে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist