reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মার্চ, ২০২৩

ইউনিয়ন ব্যাংকের উপশাখা ব্যবসা পর্যালোচনা সভা

শরীআহভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেডের উপশাখা ব্যবসা পর্যালোচনা সভা-২০২৩ ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখা ব্যবসা পর্যালোচনা সভার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, শফিউদ্দিন আহমেদ, এসইভিপি গোলাম মোস্তফা এবং ভিওসিডির প্রধান ভাইস প্রেসিডেন্ট চৌধুরী এস এম আতিকুর রহমান হায়দার। এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের সব উপশাখা ইনচার্জগণ। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী সমবেত সবাইকে ব্যবসায়িক সাফল্য তুলে ধরে অভিনন্দন জানান এবং কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close