উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ০৬ মে, ২০২৪

উখিয়ায় অস্ত্রসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

ছবি: প্রতিদিনের সংবাদ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান (এলজি), ৩ রাউন্ড গুলিসহ ২ রোহিঙ্গাকে গেপ্তার করেছে। গতকাল রবিবার উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর ক্যাম্পের সাব ব্লক-ই/৩ এর ফ্রেন্ডশিপ লার্নিং সেন্টার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ১৩ নম্বর ক্যাম্পের ৪/ ই-ব্লকের আয়াত উল্লাহ (২৩) একই ক্যাম্পের ৩/ই-ব্লকের মোহাম্মদ রফিক (২৪)। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান (এলজি), ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৬ মে) ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,উখিয়া,শুটার গান,গ্রেপ্তার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close