সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ০৬ মে, ২০২৪

সিংগাইরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকাণ্ডে ৭টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে।

রবিবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল (ঘোনাপাড়া) রোডের ৬নং ওয়ার্ডের ব্যাপারী পাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, আলিনুরের অটোরিকশা চার্জের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে একে একে আব্দুলের গ্যাস সিলিন্ডার, দিপকের মুদি দোকান, কহিনুরের ভাঙারির দোকান ও মুসকান ট্রাভেলস্ এবং আল-আমিনের পেট্রোল ও অকটেন তেলের দোকানও আংশিক পুড়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনের খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুতই ঘটনাস্থলে আসেন। পরে তাদের সঙ্গে যোগ দেনে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট।

এ বিষয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে অটো ব্যাটারি চার্জার থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্র হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আগুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close