সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ০৬ মে, ২০২৪

‘ক্লিন মানিকগঞ্জ, গ্রিন মানিকগঞ্জ’ কার্যক্রম শুরু

ছবি: প্রতিদিনের সংবাদ

শ্যামল নির্মল ঐতিহ্যে মানিকগঞ্জ এ স্লোগান নিয়ে শুরু হয়েছে ‘ক্লিন মানিকগঞ্জ গ্রিন মানিকগঞ্জ’ কার্যক্রম। পুরো জেলাকে সবুজায়ন করার লক্ষ্যে জেলা প্রশাসন ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।

এ উপলক্ষে সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জের সিংগাইরে প্রচারের অংশ হিসেবে তীব্র তাপদাহে শ্রমজীবী ও যুব প্রতিনিধিদের মাঝে ছাতা, টি-শার্ট ও খেজুর গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও পলাশ কুমার বসুর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক রেহেনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্লিন মানিকগঞ্জ গ্রীন মানিকগঞ্জ কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে এ কার্যক্রমের সুফল পাওয়া যায়। মানিকগঞ্জের হাজারী গুড়ের ঐতিহ্য ধরে রাখতে বেশী করে খেজুর গাছ লাগানোরও আহবান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শুক্লা সরকার, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান প্রমুখ।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ,শ্যামল,নির্মল,কার্যক্রম,স্লোগান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close