হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ১১ মে, ২০২২

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ

অনুমতির মেয়াদ শেষ হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। ফলে ৩ দিন ধরে দেশে পেঁয়াজের আমদানি হয়নি। আর এ কারণে বন্দরের মোকামে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫-৬ টাকা।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, দেশে এবার পর্যাপ্ত পেঁয়াজের আবাদ হয়েছে। ফলে কৃষকরা যাতে ভালো দাম পান, সেজন্য সরকার গত ২৯ মার্চ পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। কিন্তু এপ্রিলে রমজান মাস শুরু হওয়ায় পেঁয়াজের সংকট বা দাম নিয়ে যেন অস্থিরতা সৃষ্টি না হয়, এ কারণে সরকার বাজার স্বাভাবিক রাখতে ওইদিনই আবার নতুন করে আমদানির অনুমতি ৫ মে পর্যন্ত বাড়ায়।

এদিকে ঈদুল ফিতর, মে দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে হিলি স্থলবন্দরে ৬ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। ফলে ৭ মে থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হলেও গত ৩ দিন থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close