নিজস্ব প্রতিবেদক

  ২৭ মে, ২০১৮

ব্যবসা পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা

রাজধানীতে যানজটের ফলে কর্মঘণ্টা অপচয় এবং ব্যবসা পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। এছাড়া সম্প্রতি মহাসড়কে ট্রেইলার, লরি ও ভারি যানবাহনের বহন ক্ষমতা নিয়ন্ত্রণের কারণে পরিবহন খরচ এবং ব্যবসার ব্যয় বেড়েছে বলে জানান তারা। গতকাল এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব লোকাল গভর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেটিভসের (সিটি করপোরেশন) এক সভায় ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন।

সভায় আলোচকরা দেশের সব মহানগরীতে গণপরিবহন সেবা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। এ সময় তারা পরিবেশ ও জনস্বাস্থ্যের প্রতি সম্মান রেখে রাস্তায় নিজেদের গাড়ি চলাকালীন হর্ন না বাজানোর প্রতিশ্রুতি দেন। তারা বলেন, নগরীর সড়কগুলো প্রতি বছর সংস্কারের সময় পুরনো বিটুমিনের ওপর আবার বিটুমিন দেওয়ায় রাস্তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ফলে পাড়া-মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়াও তারা পুরনো ঢাকার সরু রাস্তায় যানজটের কারণে ব্যবসায়িক কার্যক্রম বিঘিœত হচ্ছে উল্লেখ করে এর সমাধান কামনা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist