reporterঅনলাইন ডেস্ক
  ০১ মার্চ, ২০২৪

অনিল সেন

পাগল হাওয়া

আজ বন্ধ হৃদয় খুলে গেছে চারদিক

ঘুমে জড়াতে চায় না দুচোখ

দূরপ্রান্ত থেকে ভেসে আসে প্রিয়ার মুখ

পাখিরা ঠোঁটে রাখে ঠোঁট।

সকাল বেলার উসকে দেয় হাওয়া

অপেক্ষায় থাকে শিমুল ফুলের মধু

এসে গেছে শেষ ঋতু বসন্ত রাজা

কুহু কুহু ডাকে মন মাতে শুধু।

তারে খুঁজলেও পাওয়া যায় না

লুকিয়ে থাকে কোথায় সে

পেয়ে যায় প্রিয়ার খোঁজ

হৃদয় রাঙিয়ে দুবাহু জড়িয়ে।

ফুল ফুটেছে বন জেগেছে

পাগল হাওয়া বসন্ত সমীরণ

মর্মর ভাঙনের রাজা এসেছে

শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ত্রাস।

সারি সারি আমের বাগান

মুকুল ধরেছে শত শত

প্রেমিকের জন্য হাতভর্তি ফুল

রাঙিয়ে দেয় ধূসর দিগন্ত।

দাড় টেনে গান ধরে মাঝি

নদীজলে খুলে গেছে দুয়ার

পুলক জাগিছে মনোবনে

আজ আপনপরে নাহি ভেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close