reporterঅনলাইন ডেস্ক
  ০১ মার্চ, ২০২৪

ঋজু রেজওয়ান

প্রকৃত আমি, বিন্দু

পূর্বমাণ- ১৩.৮ বিলিয়ন-

রহস্য (আবৃত) পুঞ্জীভূত [বিন্দু] গুরুভার!

বিস্ফোরিত বীর্যপাত-

যাত্রার শুরুতে...রূপান্তর-

পারমাণবিক কণার রাজশ্রী

বাধা আর রাধা উপেক্ষা করেই

ছুটছে তো ছুটছেই-

মিলিয়ন/বিলিয়ন!

ফ্যালোপিয়ান টিউবে... লক্ষাধিক বৎসর

চল- তে... চল- তে...

অ্যাম্পুলার গ্যালাক্সিতে...

রাজশ্রী- হাইড্রোজেন মেঘে সঙ্গমজঙ্গমে

জাইগোট হয়ে যাই।

অতঃপর- একটা প্রোটন...এ ইলেকট্রন;

নিত্যকার নিউট্রনে বিভাজিত আমিসমূহে

ব্লাস্টুলা, গুস্ট্টুলা, মোরুলায়- তৈরি হই!

হৈ হৈ বীন ছায়াপথে আমার প্রতিস্থাপিত।

নিউক্লিয়াসে... ভাজ্য হতে হতে আমিই-

নিউক্লিয়ন- আদি ও অন্ত। প্রথমত বিন্দু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close