reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২২

এ কিউ এম আবু জাফর

ভয় নয়, জয়

হাতি দেখে করিসনে ভয়

পেছনে তার মাহুত আছে

বড় হাতির ছোট মাহুত

হাতে একটা লাঠি থাকে।

বিশাল দেহ বেশি শক্তি

নাইকো বাহাদুরি,

ছোট মাহুত বুদ্ধি দিয়ে

রাখল বশ করি।

ভয় পেয়েছি ভয় লাগে

এমন ভাবলে সবই শেষ

কাজ নামলেই দেখতে পাবে

কোথাও নেই ভয়ের লেশ।

অন্ধকার দূর করো

জ্ঞানের আলো দিয়ে

দুনিয়া থেকে বিদায় নেবে

ধন্য জীবন নিয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close