সবুজ আহমেদ

  ১৫ জানুয়ারি, ২০২১

মধ্যবিত্তের মতো

পরিযায়ী পাখির ঠোঁটে তুলে এনেছি

নির্ঘুম রাতের ঔরসজাত আর্তনাদ

বিবাগি স্বপ্নের চাষা শিখিয়েছে পরিভাষা

এই যেমন ব্যর্থ ভাঙা বোধ কান্নার ওম;

কিছু অস্ফুট ইচ্ছের ভেতর মিশে থাকতো ঘুম

মধ্যবিত্তের মতো ঘামগন্ধ টেনে নিতো ক্লান্ত দেহ

স্বর্ণশিখরে পৌঁছাতে ব্যর্থবর্ণে গেঁথেছিল হৃদয়সংসার

দ্ব্যর্থহীনভাবে বুনতো সম্প্রীতির প্রতীকী পতাকা

শৈশব শব্দের সাথে চলাফেরা ভাঙাচোরা নির্মাণশ্রমিকের

চিরকালই হতবঞ্চিত রাজ্যজুড়ে দয়াহীন অভাব আর দুর্ভিক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close