সুচিশিল্পের ভ্রমর

  ১৭ জানুয়ারি, ২০২০

মঈনুস সুলতান

বৈকাল হ্রদের বিপুল জলরাশিতে দেখেছি

অদৃশ্যগুল্মে জড়ানো খরার বীজাণু,

করেছি সৃষ্টি রূপকথা একÑ

মন্ডপে নৃত্যরত পশমিনার শাল পরা পরিবানু;

কথা বলেছি নভশ্চরের সাথে

তালাশ করেছি ঋতু বিশ্বে ভিন গ্রহের জল

জোটেনি নিরাময়,

অর্কিড চাষের বাসনা হয়েছে প্রবল,

উঁইঢিবিতে বেড়েছে অস্থিরতা ছেয়েছে সংশয়;

একদিন কাছে এসেছিল চলমান এক বৃক্ষ

ভালোবেসে এঁকেছি তাকে জলরঙে

ক্যানভাসে ফুটেছে অন্তরীক্ষ;

প্রত্যাশা করেছি নিস্তব্ধতা

পদ্মপাতার অদৃষ্টে যেন জোটে শিশির,

প্রার্থনা করেছি সাঁই,

ভেতরে থানা গেড়েছে আফতাবহীন তিমির

নিজের চতুরদিকে খুঁড়েছি গড়খাই;

সরীসৃপের উদ্যত ফণায় শাসিয়েছে উদ্যোগ

পাথেয় সংগ্রহের প্রস্তুতি মনে হয়েছে অবান্তর,

মেঘ সরোজের শিরনি হয়েছে পিঁপড়ার ভোগ,

অর্কিডের কবোষ্ণ পাপড়িতে বসেছে সুচিশিল্পের ভ্রমর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close