ইলা লিপি

  ২১ জুন, ২০১৯

বৃষ্টিবিষয়ক কবিতা

ভালোবাসা পেতে হলে কী কী যোগ্যতা লাগে!

কিছু নেই, চোখের পাপড়িতে বসন্ত

পায়ে হেঁটে সিঁড়ি পার হওয়ার শব্দে

বুকের চাতালে রোজ করতালি বাজে।

খুব নীরবে জলের ফোঁটায় আদ্র হয়ে ওঠে

বৃষ্টি ঝরার গল্পÑ

কিছু কদম আজও তুমুলভাবে বৃষ্টি ডাকে

শিলাবৃষ্টি এসে খুলে দিক সবকটি জানালা।

ভোরগুলো বৃষ্টি হয়ে চুমুকাব্য আঁকুক ঠোঁটে

ফুলের টবে ও তোমার হৃদয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close