রোকনুজ্জামান আকন্দ

  ১৯ অক্টোবর, ২০১৮

নারী

পৃথিবীর সকল সৌন্দর্যের মূলে নারী

তাদের হীনে সবই জঙ্গল সম ভারী।

তবুও তাদের প্রতি করে হীনকায় মন

তারাই অমূল্য রতন তারাই সর্ব ধন।

নাচিবে পৃথিবী নাচিলে কালের তারা

অবাধ বিচরণের গুণে মত্ত অসভ্য যারা।

যত নারী সৎ জগৎ ঊষার আলো

যদি বিরাজ থাকে নারীর গুণ ভালো।

যা কিছু বেহায়া মিছে জগৎ সংসারে

তা সব নারীর গুণে লুণ্ঠিত সব দ্বারে।

কেউ গড়ে সংসার কেউ যাতনার ঘুড়ি

অপুচ্ছ বৃদ্ধে সংযম লঘু মঙ্গল কুড়ি।

পুরুষের যত চাওয়া সব নারীর তরে

সর্ব সুখ খোঁজে নারীর কানন ঘরে।

যত চাওয়া যত পাওয়া সব জনে তায়

অধরা সুখ ছেড়ে পথিক নূপুরের পায়।

পৃথিবীর সকল সৌন্দর্যের মূলে নারী

সকল সৃষ্টি স্রষ্টার নারীর স্বর্গ ভারী।

তাইতো সর্ব সুরে বাজে তার রূপ গুণ

পুরুষের মূল্য কিঞ্চিৎ বহনে সর্ব ভ্রুণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close