নিজস্ব প্রতিবেদক

  ২৫ এপ্রিল, ২০১৭

ববি হাজ্জাজের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল

পাঁচ দফা দাবি নিয়ে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজের নেতৃত্বে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। গতকাল সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনডিএম-এর দাবিগুলো হলো- জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতি ও লুটতরাজ বন্ধ, রাজনৈতিক সহিংসতায় ছাত্র ও যুবকদের ঠেলে দেওয়া বন্ধ, আইনের শাসন কায়েম করতে প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং সাংবিধানিক মৌলিক অধিকার বাকস্বাধীনতা নিশ্চিত করতে হবে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে ববি হাজ্জাজ বলেন, ‘এই দলে সবাই সমান। দলের সব বড় সিদ্ধান্ত নেওয়া হবে কর্মীদের সম্মতিতে, তথ্যপ্রযুক্তির মাধ্যমে। নির্বাচনের প্রার্থী বাছাই করা হবে প্রাইমারির মাধ্যমে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য এই দল নয়। এনডিএম প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি করবে না।’

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ আরো বলেন, ‘দলে ছায়া মন্ত্রিসভা থাকবে। রাজনৈতিক দল হিসেবে এনডিএম ভুলের সমালোচনা করবে। এই দেশ আমাদের, এই দেশ আমাদের পরিচয়, এই দেশ নিয়ে কোনো ধরনের আপোস চলবে না।’

নতুন দল গঠন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ‘আমি এই দলের একজন কর্মী। সারাজীবন কর্মী হয়েই থাকতে চাই। গত দুই বছর খুলনা থেকে জামালপুর, সুনামগঞ্জ থেকে কক্সবাজার ঘুরে জনগণের সঙ্গে কথা বলেছি। এসি রুমে বসে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই দলের আত্মপ্রকাশ হয়নি। ২০ বছর ধরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক বিশ্লেষক বা উপদেষ্টা হিসেবে কাজ করেছি। অনেক পশ্চিমা দেশের রাজনীতি এবং গণতন্ত্র চর্চা কাছ থেকে দেখেছি। এ অভিজ্ঞতার আলোকেই এনডিএম-এর আত্মপ্রকাশের প্রয়াস।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist