নিজস্ব প্রতিবেদক

  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

অভিযোগ না থাকায় বাবুল আক্তারকে গ্রেফতার করা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়; আইন সবার জন্যই সমান। অপরাধী যে-ই হোক, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী-২০১৭ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসআই হত্যা মামলার অভিযোগে কেন সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেফতার করা হচ্ছে নাÑ এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাবুলের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে অবশ্যই আইন মোতাবেক তার বিরুদ্ধে কাজ করবে প্রশাসন। অপহরণ ও হত্যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অপহরণ ও হত্যায় যারাই জড়িত থাকুক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীকে শাস্তি পেতেই হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু দেশপ্রেম ও কর্তব্য পালনে অনেকেই দেশের জন্য জীবনও দিচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist