জাবি প্রতিনিধি

  ১১ মার্চ, ২০২৪

জাবির সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর ভেঙে দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই অনুষদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উপাচার্য অধ্যাপক নূরুল আলম। এদিকে মাস্টারপ্ল্যান ছাড়া দুই অনুষদের সম্প্রসারিত ভবনের নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়ে ভিত্তিপ্রস্তর ভেঙে দিয়েছেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় পৃথকভাবে এ দুটি সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুহু আলম, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘টেন্ডার-সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে এই সম্প্রসারিত ভবনের কাজ আমরা শুরু করতে পারিনি। এখন খুব দ্রুত এই কাজ সমাপ্ত করার চেষ্টা করব। আশা করি আধুনিক ভবন নির্মিত হবে এবং সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে নতুন ভবনে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close