শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০২৪

পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে দেনাদারের মারধরে আহত গরু ব্যবসায়ী আনসার আলী (৬০) মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। আনসার আলী কুঠি সাতবাড়িয়া গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে আটক করেছে। আটকরা হলেন- ওই গ্রামের মো. তালেব (৫৫) ও তালেবের ছেলে মো. কাদের (২০)।

মো. কামরুজ্জামান জানান, আনসার আলী হামলাকারী তালেবদের সঙ্গে গরুর ব্যবসা করতেন। প্রায় তিন বছর আগে তালেব গংরা আনসারের কাছ থেকে ৩২ হাজার টাকা ধার নেন। গত ২৩ ডিসেম্বর পাওনা টাকা চাইতে গেলে তালেব গংরা তাকে মারধর করেন। এ বিষয়ে ২৬ ডিসেম্বর সালিশের দিন ধার্য করা হয়। কিন্তু তালেব গংরা সালিশে না এসে বৃদ্ধ আনসারকে রাস্তায় পেয়ে আবার মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে ২৮ ডিসেম্বর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। গত বুধবার অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আনসার মারা যান। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close