reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০২৪

পবিত্র জিলকদ মাস শুরু

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে, শুক্রবার পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

সভায় ১৪৪৫ হিজরি সনের জিলকদের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, গতকাল ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরি, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ মে ২০২৪ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলকদ মাসের চাঁদ দেখা গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জিলকদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close