নিজস্ব প্রতিবেদক

  ০৮ জুন, ২০২৩

ডেঙ্গু জ্বরে আরো ২ জনের মৃত্যু আক্রান্ত ১৪৭

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। একই সময়ে আরো ১৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ৪৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৯ জন ঢাকার বাইরের। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৭২০ জন। তাদের মধ্যে ৭২৩ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন। বিশেষজ্ঞরা এডিস মশার লার্ভা শনাক্তে ব্যাপক অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close