প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ আগস্ট, ২০২২

প্রথম কলাম

আলু সংরক্ষণের ৬ টিপস

আলু সাধারণত একবারে বেশি করে কিনে সংরক্ষণ করা হয়। দীর্ঘদিন ভালো রাখার জন্য আলু কেনার সময় যেমন সচেতনতা জরুরি, তেমনি সঠিক উপায়ে সংরক্ষণ করাও জরুরি। ভারতীয় রন্ধনশিল্পী কুনাল কাপুর জানাচ্ছেন এই বিষয়ক ৬ উপায় ও করণীয়।

আলু কেনার সময় সেগুলো শক্তপোক্ত কি না দেখে কিনবেন।

১. নরম ধরনের আলু দ্রুত পচে যায়।

২. অঙ্কুরিত আলু কিনবেন না।

৩. সবুজ দাগ আছে, এমন আলু কিনবেন না।

৪. আলু সংরক্ষণের আগে ধোয়ার প্রয়োজন নেই। এতে তাড়াতাড়ি পচে যাওয়ার আশঙ্কা থাকে।

৫. প্লাস্টিকের ব্যাগে কিংবা ফ্রিজে রাখবেন না আলু।

৬. আলু খোলা ঝুড়িতে সংরক্ষণ করুন। শুকনা ও আলো চলাচল করে- এমন স্থানে রাখবেন আলুর ঝুড়ি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close