বিনোদন প্রতিবেদক

  ২৩ জুন, ২০২২

‘পরান’ নিয়ে বড় পর্দায় ফিরছেন মিম

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ২০১৯ সালে ‘সাপলুডু’ মুক্তির পর কোরবানির ঈদে আসছে মিম অভিনীত সিনেমা ‘পরান’। রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় মফস্বলের একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের এ জনপ্রিয় নায়িকা। সিনেমাটিতে মিমের বিপরীতে দুজন অভিনেতাকে দেখা যাবে। তারা হলেন- ইয়াশ রোহান ও শরিফুল রাজ। অনেক দিন পর প্রেক্ষাগৃহে নিজের সিনেমা মুক্তি পাচ্ছে। এ প্রসঙ্গে মিম বলেন, ‘পরান’ মুক্তির পরিকল্পনা ছিল আরো আগে। করোনাসহ নানা কারণে সেটা সম্ভব হয়নি। ফাইনালি মুক্তি পাচ্ছে। এটা তো অবশ্যই আনন্দের ব্যাপার। ছবিটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে এই নায়িকা বলেন, ময়মনসিংহে প্রায় ১৮-১৯ দিনের মতো শুট করেছিলাম। প্রচণ্ড গরমে আর মানুষের ভিড়ের মধ্যে অনেক পরিশ্রম করে কাজ করেছি সবাই। এই সিনেমার গল্প নিয়ে মিম বলেন, গল্প নিয়ে বেশি কিছু বলব না। আমি চাই হলে গিয়েই দর্শক গল্পটা জানুক। আমাদের আশপাশেরই একটা গল্প। দর্শকরা আশপাশের অনেক কাহিনির সঙ্গে এই গল্প মেলাতে পারবে। মফস্বলের মেয়ের চরিত্র করতে গিয়ে আপনাকে কী কী প্রস্তুতি নিতে হয়েছে? মিমের উত্তর, আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং। তাই আনন্দ নিয়েই চরিত্রটা নিজের মধ্যে ধারণ করতে পেরেছি। শুরুতে লুক সেট করেছি। তারপর মফস্বলের মেয়ের মতো কথাবার্তা, হাঁটাচলার জন্য রিহার্সেল করেছি। এই জিনিসগুলো শুটিংয়ের আগে করেছিলাম। ঈদে তো অন্য সিনেমাও আসছে। এই সিনেমাটা কেন দেখা উচিত দর্শকদের? মিমের সোজাসাপ্টা উত্তর, কোনো ছবির সঙ্গে আমি মেলাতে চাই না আসলে।

আর নিজের ঢোল নিজে পিটিয়েও লাভ নেই। তার পরও এতটুকুু বলব, আমার করা অনেক ছবির মধ্যে এটা অন্যতম। বিনোদন, মাইন্ড রিফ্রেশের জন্য আমরা ছবি দেখি। এই সিনেমাটাও সবাইকে বিনোদিত করবে। ফ্যামিলিসহ একসঙ্গে বসে দেখার মতো সিনেমা। দর্শকদের বলব, অবশ্যই আপনারা ‘পরান’ হলে গিয়ে দেখবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close