প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ জানুয়ারি, ২০২২

শপথ নিলেন পাকিস্তানের প্রথম নারী বিচারপতি

পাকিস্তানে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন আয়েশা মালিক। স্থানীয় সময় গতকাল সোমবার তিনি শপথ নেন। তিনিই দেশটির প্রথম নারী বিচারপতি। খবর ডনের।

সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানের মাধ্যমে আয়েশা মালিক শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান বিচারপতি গুলজার আহমেদ।

শপথ অনুষ্ঠানের পরে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য মালিক যথেষ্ট যোগ্যতাসম্পন্ন। তার পদোন্নতির কৃতিত্ব শুধু তারই।

নারী না বিচারক হিসেবে মালিক বিচারপতি হলেন, জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘নারী হিসেবে।’ নিম্ন আদালতে জ্যেষ্ঠতার দিক দিয়ে মালিকের অবস্থান ছিল চতুর্থ। এর আগে বার কাউন্সিল ও অ্যাসোসিয়েশন জ্যেষ্ঠতার নীতি লঙ্ঘন করার অভিযোগ তুলে মালিকের পদোন্নতির সমালোচনা করেন।

বিচারপতি মালিক প্যারিস ও নিউইয়র্কের স্কুলে পড়াশোনা করেছেন। তিনি লাহোরে পাকিস্তান কলেজ অব ল-এ আইন বিষয়ে পড়াশোনা করেন। পরে হার্ভার্ড ল স্কুল কেমব্রিজ থেকে এলএলবি পাস করেন।

আয়েশা মালিকের আইন বিষয়ে বেশ কিছু প্রকাশনা রয়েছে। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং আইন বিষয়ে শিক্ষকতা করেছেন আর করাচিতে কলেজ অব অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সে ব্যবসা-সংক্রান্ত আইন বিষয়ে শিক্ষকতা করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close