ঠাকুরগাঁও প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০২১

পুকুর খুঁড়তে বেরিয়ে এলো ‘বিষ্ণুমূর্তি’

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ভেকু মেশিন (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার সময় পাওয়া ৩০ কেজি ওজনের ‘বিষ্ণুমূর্তি’ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের জামুন ব্রিকস ফিল্ড নামের ইটভাটা থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয় বলে জানান ওসি এস এম আওরঙ্গজেব।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে ওসি এস এম আওরঙ্গজেব বলেন, হরিপুর উপজেলার জামুন ব্রিকস ফিল্ড নামের ইটভাটার মালিক হবিবর রহমান ভাটার ইট তৈরির কাঁচামাল হিসেবে মাটি সংগ্রহ করতে স্থানীয় বাসিন্দা জগেন পালের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী বুধবার সকাল থেকে ভেকু মেশিনের (এক্সকাভেটর) মাধ্যমে জামুন কুমারপাড়া গ্রামের জগেল পালের বাড়ির পার্শ্বের পুকুর থেকে মাটি কেটে ইটভাটা ঢিবি করছিলেন শ্রমিকংরা। পরে সন্ধ্যার দিকে ওই পুকুর থেকে মাটি নিয়ে ইটভাটায় নেওয়ার পর মাটির ঢিবির ভেতর থেকে একটি পাথর খন্ড বেরিয়ে আসে। পরে শ্রমিকরা ওই পাথর খন্ডটি ‘মূর্তি’ বলে নিশ্চিত করে এবং মূর্তিটি ইটভাটার একটি ঘরে সরিয়ে রাখেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে জামুন ব্রিকস ফিল্ডে গিয়ে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। মূর্তিটির ওজন ৩০ কেজি। এটি তিন ফুট লম্বা। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘অনেকেই বলছেন উদ্ধার হওয়া মূর্তিটি কষ্টিপাথরের। তবে আমরা নিশ্চিত হতে পারিনি মূর্তিটি কষ্টিপাথরের। মূর্তিটি ঠাকুরগাঁও জেলা প্রশাসনের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেওয়া হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close