বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি, ২০২১

ছেলের ওপর হামলার বিচার চাইলেন শহীদ সেলিমের মা

পটুয়াখালীতে বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি এবং নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক সন্ত্রাসী হামলায় চোখ হারানোর পথে। ছেলের ওপর সন্ত্রাসী হামলার বিচার চেয়েছেন ৮৪-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকায় শহীদ ইব্রাহিম সেলিমের মা জাহানারা বেগম। আহত মো. ইব্রাহিম ফারুক তার ছোট ছেলে। গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌর শহরের যাত্রী ছাউনি (রিকশা স্ট্যান্ড) এলাকায় ইব্রাহিম ফারুকের ওপর অতর্কিত হামলা করা হয়। এতে তার বাম চোখ গুরুতর জখম হয় এবং বা হাত ভেঙে যায়। তাকে ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। এখন উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত নেওয়ার প্রস্তুতি চলছে। গতকাল শনিবার শহীদ জননী জাহানারা বেগম প্রতিদিনের সংবাদ বাউফল প্রতিনিধিকে বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমার বড় ছেলে ইব্রাহিম সেলিম জীবন উৎসর্গ করেছে। ছোট ছেলে মো. ইব্রাহিম ফারুক দল ও জনগণের সেবা করতে গিয়ে বারবার সন্ত্রাসী হামলার শিকার হয়। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলের ওপর এই হামলার বিচার দাবি করছি। শহীদ ইব্রাহিম সেলিম ও ইব্রাহিম ফারুকের বোন সেলিনা আক্তার বলেন, ‘আমার বড় ভাই শহীদ ইব্রাহিম সেলিম তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ছিলেন। জননেত্রী শেখ হাসিনার ডাকে জীবন দিয়েছেন। আরেক ভাই মো. ইব্রাহিম ফারুক জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে যাচ্ছেন। পরপর তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আগামী বাউফল পৌরসভা নির্বাচনে জনগণের ভোটে মেয়র নির্বাচিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আহত ইব্রাহিম ফারুকের ছেলে ইবনে ফারুক সৌমিক বলেন, ‘আমার বাবা পৌর আওয়ামী লীগের সভাপতি এবং আমার মামা জেলা পরিষদ সদস্য। আমার বাবাকে প্রতিপক্ষ ওরা হত্যা করতে চেয়েছিল। এই হামলা ছিল পূর্বপরিকল্পিত। আমরা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close