চট্টগ্রাম ব্যুরো

  ২৫ ফেব্রুয়ারি, ২০২১

চট্টগ্রামে মাদক মামলা

দুজনের পাঁচ বছরের দন্ড

নগরীর কোতোয়ালি থানার মাদক মামলায় দুজনের পাঁচ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। গতকাল বুধবার অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন আনোয়ারা উপজেলার রায়পুর এলাকার মৃত জেবন আহমেদের ছেলে মো. ইসহাক। তিনি পতালক রয়েছেন। আরেকজন বোয়ালখালী উপজেলার মৃত সাধন চন্দ্র সরকারের ছেলে শাম্বুনাথ সরকার। তিনি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলা বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৫ জুন সকালে কোতোয়ালি থানার নজরুল ইসলাম সড়কের মহানামা ফার্মেসির সামনে ৫০০ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, কোতোয়ালির থানার ২০১৫ সালের এক মাদক মামলার দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে দুজনের দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাদের পাঁচ বছরের কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করেছে।অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয় আদালত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close