গাজীপুর প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০২০

এমসি কলেজে গণধর্ষণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে সংগঠিত গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনপূর্বক দায়দায়িত্ব নিরূপণের জন্য কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল বুধবার ১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির সদস্য হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম রাব্বানী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে ওই গৃহবধূর স্বামী শাহপরাণ থানায় মামলা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close