বগুড়া প্রতিনিধি

  ২২ মে, ২০২০

বগুড়ায় পুলিশ ও কারারক্ষীসহ ১৭ জন করোনা আক্রান্ত

বগুড়ায় পুলিশ সদস্য, কারারক্ষীসহ ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তরা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তাদের তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি। আক্রান্ত প্রত্যেকের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৮৮টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এর মধ্যে ১৭টি রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে শেরপুর উপজেলায় ৩ জন, গাবতলী উপজেলায় ৪ জন এবং জেলা সদরে রয়েছে ১০ জন। শেরপুরে আক্রান্ত ৩ জনের মধ্যে এক পুলিশ কনস্টেবল ও বাকি দুজন ঢাকা ফেরত উপজেলার খামারকান্দি এবং কসাইপাড়ার বাসিন্দা। গাবতলী উপজেলায় রামেশ^রপুর, নাড়–য়ামালা, দক্ষিণপাড়ার এক দম্পতিসহ চারজন ঢাকাফেরতই করোনায় আক্রান্ত। বগুড়া সদরে আক্রান্ত ১০ জনের মধ্যে ৬ জন জেলা কারাগারের কারারক্ষী ও বাকি তিনজন ঢাকাফেরত। এছাড়া সদরের মহাস্থানগড় এলাকা থেকে সংজ্ঞাহীন অবস্থায় এক ব্যক্তিকে (৩৬) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তার করোনা পজিটিভ হয়। বুধবার পর্যন্ত বগুড়ায় আক্রান্ত ১১২ জন। এদের মধ্যে ১৪ জন সুস্থ হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close