চট্টগ্রাম ব্যুরো

  ১১ এপ্রিল, ২০২০

হোম কোয়ারেন্টাইন মনিটরিংয়ে সিএমপির মোবাইল অ্যাপ

করোনার বিস্তার রোধে হোম কোয়ারেন্টাইন থাকা ব্যক্তিদের মনিটরিংয়ে একটি অ্যাপ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গত বৃহস্পতিবার বিকালে সিএমপি কমিশনার মাহবুবুর রহমান ‘স্ট্যা হোম, স্ট্যা সেফ’ নামে অ্যাপটি চালু করেন। সূত্র জানায়, প্রাথমিকভাবে নগরীর ১৬টি থানায় এটির কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশে এই অ্যাপ এবং ওয়েব বেইজড সিস্টেম (থানা ভিত্তিক মনিটরিং কার্যক্রম) কার্যক্রম বিস্তৃত করা হবে।

পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা ব্যক্তি এবং বিদেশ থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন কার্যক্রম মনিটরিং করার জন্যই মূলত এই মোবাইল অ্যাপটি চালু করা হয়। এতে জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করবে। এতে ওই ব্যক্তি নির্দিষ্ট স্থানের বাইরে যাওয়ার চেষ্টা করলে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করা হবে। এজন্য ওয়েব ভিত্তিক অ্যাডমিন প্যানেলের মাধ্যমে থানার মনিটরিং ইউনিটকে তাৎক্ষণিক তথ্য প্রদান করবেন। ফলে মনিটরিং কার্যক্রম তাৎক্ষণিক, কার্যকর এবং সময় সাশ্রয়ী হবে।

এই অ্যাপ ব্যবহারের ফলে পুলিশ সদস্যদের সংস্পর্শজনিত কারণে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার স্বাস্থ্যঝুঁকি হ্রাস করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close