নিজস্ব প্রতিবেদক

  ২২ আগস্ট, ২০১৯

আলোচনা সভায় বক্তারা

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন বরগুনার সাবেক জেলা প্রশাসক ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ। একুশে আগস্ট গ্রেনেড হামলার ভয়াল দিন পালন উপলক্ষে গতকাল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

তোপখানা রোডে সাংবাদিক নির্মল সেন মিলনায়তনে যৌথভাবে এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাপ ভাসানী। সিরাজ উদ্দীন আহমেদ বলেন, আওয়ামী লীগের রাজনীতি এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রগতি ও সম্প্রীতির বাংলাদেশ যারা করতে চায় তাদের শেষ করার লক্ষ্যেই একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছিল বিএনপি-জামায়াত জোট সরকার। এই বিএনপি-জামায়াতের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। কারণ যারা মানুষ হত্যায় বিশ^াসী তাদের রাজনীতিতে থাকার অধিকার নেই। এ সভায় সভাপতিত্ব করেন ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী। আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, বঙ্গবন্ধু লেখক পরিষদের সহসভাপতি কবি নাহিদ রোখসানা, ঢাকা উত্তর আওয়ামী লীগ নেতা আ স ম মোস্তফা কামাল, জাসদ নেতা হুমায়ুন কবির, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, বিজেপির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা পল্লী সোসাইটির সভাপতি আলমগীর শেখ, নারীনেত্রী এলিজা রহমান ও শিলা বেগম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close