বগুড়া প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৯

এরই নাম প্রেম এরই নাম ভালোবাসা!

স্বামীকে বাঁচাতে নিজের অঙ্গ প্রতিস্থাপন করে ভালোবাসার অনন্য উদাহরণ সৃষ্টি করলেন বগুড়ার সোনাতলার গৃহবধূ নুপুর। গত রোববার ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে স্ত্রীর শরীর থেকে লিভার নিয়ে স্বামীর শরীরে প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। তারা দুজনেই সুস্থ আছেন।

জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মাদারীপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলী তরফদারের একমাত্র পুত্র জামিলুর রহমান বুলবুলের সঙ্গে ১২ থেকে ১৩ বছর আগে প্রেমের সম্পর্কে একই এলাকার কাতলাহার গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল মজিদের কন্যা মাকছুদা জাহান নুপুরের বিয়ে হয়। এই দম্পতির ঘরে জাইমা রহমান ইলা এবং নাবিল রহমান নূর নামে দুই সন্তান রয়েছে। এরই মধ্যে এক কঠিন রোগে আক্রান্ত হয় জামিলুর রহমান বুলবুল। চিকিৎসক তাকে দ্রুত লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন।

অবশেষে জীবনের ঝুঁকি নিয়ে প্রেমিক স্বামীকে এই সুন্দর পৃথিবীর আলো বাতাসে বেঁচে রাখতে তার শরীরে নিজের লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয় নুপুর। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে গত রোববার ভারতের চেন্নাইয়ে লিভার প্রতিস্থাপন সম্পন্ন হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close