চট্টগ্রাম ব্যুরো

  ১১ জুলাই, ২০১৯

কাটেনি পাহাড়ধসের শঙ্কা

চট্টগ্রামে আবহাওয়ার উন্নতি

চট্টগ্রাম নগরীতে গত তিন দিনের লাগাতার বর্ষণের পর গতকাল বুধবার সকাল থেকে কয়েক ঘণ্টা থেমে দুপুরের দিকে আবার শুরু হয় বর্ষণ।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেগনাথ তনছৈঙ্গা প্রতিদিনের সংবাদকে বলেন, বঙ্গোপসাগরের সংকেত নামিয়ে আনা হয়েছে। এখন আর সংকেত নেই। তবে কয়েক দিনের বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। চট্টগ্রামে গতকাল বুধবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ১৩৯ দশমিক ৮ মিলিমিটার রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।

নগরীর কিছু কিছু স্থানে পানি সরতে শুরু করলেও প্রবর্তক মোড়, কাপাসগোলা, মুরাদপুর, আগ্রাবাদ, কালুরঘাট প্রভৃতি এলাকায় হাঁটু পানি জমতে দেখা গেছে।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের তরফ থেকে ঝুঁকির্পূণভাবে পাহাড়ে বসবাসরতদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরানোর কাজ অব্যাহত রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close