নিজস্ব প্রতিবেদক

  ০৮ জুলাই, ২০১৯

হতদরিদ্রদের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ চালু

দেশে প্রথমবারের মতো চালু হলো হতদরিদ্রদের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজসেবা অধিদফতরের মাধ্যমে হতদরিদ্রদের দিন বদলে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রথা চদ্রু করেছেন। সেই সঙ্গে সব ধরনের ভাতা চালু করে পরিমাণ বাড়িয়ে দিয়ে আরো সুযোগ সৃষ্টি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদ আয়োজিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম পর্যালোচনা ও মানবসম্পদ উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সমাজসেবা অধিদফতরের যুগ্ম সচিব (পরিচালক-কার্যক্রম) মো. আবদুল্লাহ আল মামুন। জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন শহর সমাজসেবা কর্মকর্তা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মাইনুল ইসলাম।

এতে বিনিময় সভায় শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সদস্য, কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ঋণগ্রহীতা, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close