পঞ্চগড় প্রতিনিধি

  ০৯ জুন, ২০১৯

পঞ্চগড়ে রেলমন্ত্রী

বাংলাবান্ধা-শিলিগুড়ি রেলপথ নির্মাণ এক বছরের মধ্যেই

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী এক বছরের মধ্যেই তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের কাজ শুরু হবে। এতে এ বন্দর দিয়ে ব্যবসা বাণিজ্য আরো গতিশীল হবে।

গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে স্থানীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (পিসিসিআই) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে পাথর আমদানি করা হয়। এ পাথর দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন কয়েকশ ট্রাকে পৌঁছে দেওয়া হয়। এতে সড়কের ওপর চাপ বাড়ে। এজন্য সড়কে চাপ কমাতে বাংলাবান্ধা থেকে রেলে পণ্য পরিবহনের পরিকল্পনা করা হচ্ছে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি মেহেদী হাসান বাবলা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম ও বোদা পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি ও দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতীকে সংবর্ধনা দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close